বরিশাল

কলাপাড়ায় ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি, থানায় অভিযোগ

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৯:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক ম্যানেজারের ভাড়াটিয়া বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কবি নজরুল ইসলাম সড়ক এলাকার গোলাম মস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ব্যাংক ম্যানেজার মোশারেফ হোসেন কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৪ টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তার ঘরের সব কাপড় চোপড় অগোছালো পড়ে আছে এবং সামনের দরজা খোলা। পরে তার স্ত্রীর ঘুম ভাঙিয়ে দেখেন তাদের আলমারিতে রাখা ২ লাখ ১০ হাজার টাকা নেই। এছাড়া স্বর্নের দুই ভরি ওজনের গলার হাড়, দেড় ভরি ওজনের হাতের স্বর্নের বালা, এক ভরি ওজনের স্বর্নের এক জোড়া কানের ঝুমকা, স্বর্নের দেড় ভরি ওজনের দুইটি চেইনসহ মোট ছয় ভরি ওজনের স্বর্নও নেই। পরবর্তীতে পাশের বাসার সিসি ক্যামেরায় দেখতে পান দুই চোর প্রায় দুই ঘন্টা যাবৎ পাশের বাসার একটি শিড়ি বেয়ে উপড়ে উঠেছেন এবং নেমেছেন। এছাড়া ঘরের বাইরে নারিকেল বাগানের নিচে পায়চারি করেছেন। পরে তাদের ঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে দরজার ছিটকানি খুলে ঘরের ভিতরে প্রবেশ করে মালামাল ও টাকা নিয়ে পালিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় চোরদের সঠিক চেহারা শনাক্ত করা যায়নি।
উল্লেখ বেশ কয়েকদিন যাবৎ কলাপাড়া উপজেলায় চোরের উপদ্রপ বেড়ে গেছে। গত কয়েকদিন আগে রহমতপুর এলাকার নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদের ভাড়া বাসা, নাচনাপাড়া এলাকার মিলন সরকারের বাসাসহ পৌর শহরের বেশ কয়েকটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের জোর চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content

Powered by