চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আবার বাড়ল

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২১ , ১০:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ

আবার বাড়ানো হলো রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ। এবার ১০ দিন বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ-কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে এবং মাছের মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিকভাবে প্রজনন বাড়াতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

১ আগস্ট খুলে দেওয়ার কথা থাকলেও হ্রদে পানি না বাড়ায় প্রথমে ১০ দিন এর পর আরও ১০ দিন বাড়ানো হয়েছে। সর্বশেষ আরও ১০ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে হ্রদে মাছ ধরা যাবে। রাঙামাটির কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা গত পহেলা মে মধ্যরাত থেকে কার্যকর করা হয়।

হ্রদে কার্পজাতীয় মাছের বংশ বৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর বর্ষা মৌসুমে ৩ মাস মাছ ধরা বন্ধ রাখা হয়।

আরও খবর

Sponsered content

Powered by