ঢাকা

কালকিনিতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ মে ২০২২ , ৮:৪৬:১১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন খাঁনের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ নাসিরউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এস.কে এম সিবলী রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, কাষ্ঠগড় হাই স্কুলের প্রধান শিক্ষক হরিপদ দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, মোঃ রেজাউল করিম ভাষাই, মোঃ মজিবর রহমান খাঁন,সাংবাদিক হারুন রশিদ,মোঃ জাফরুল হাসান, মোঃ নাসির উদ্দীন লিটন,মোঃ রফিকুল ইসলাম মিন্টু ও মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by