চট্টগ্রাম

কুবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৭:৩১:০৪ প্রিন্ট সংস্করণ

কুবি প্রতিনিধি:ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ‘মুজিববর্ষেও আহŸান তিনটি করে গাছ লাগান’ ¯েøাগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচি পালন করেন। তারা প্রায় ১ হাজারটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ ব্যাপাওে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে দেশরতœ শেখ হাছিনার আহবান, কেন্দ্রীয় ও কুবি শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নির্দেশক্রমে আমরা বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এই পর্যন্ত প্রায় ১ হাজার বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধই বৃক্ষ রোপন করি। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে আগামীর বাংলাদেশকে সবুজ-শ্যামলের যথার্থতা ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মুজিববর্ষের তিন মাসব্যাপী এই আয়োজনে প্রত্যেক আবাদী জমি সবুজে সবুজে ভরে উঠবে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

আরও খবর

Sponsered content

Powered by