চট্টগ্রাম

কুমিল্লায় সহিংসতায় দিলীপ দাসের মৃত্যুর ঘটনায় মামলা 

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২১ , ৯:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় সহিংসতায় দর্শনার্থী দিলীপ দাসের (৬২) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

নিহত দিলীপ দাসের স্ত্রী রূপা রাণী দাস বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

দিলীপ দাসের মেয়ে অধরা প্রিয়া জানান, আমার বাবার প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এ মামলায় যেন কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করা না হয়। আমার বাবার তো কোনো দোষ ছিল না। আমি তিল তিল করে বাবাকে মৃত্যুর পথে যেতে দেখেছি। এভাবে আর কাউকে যেন মারা না হয়।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রাজরাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপের সামনে মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হন দিলীপ দাস। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। ২১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাতে মারা যান।

আরও খবর

Sponsered content

Powered by