খুলনা

কুষ্টিয়ায় ব্রাজিলের ৫০০ হাত পতাকা টানালো সমর্থকেরা

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৭:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ

কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও প্রায় সপ্তাহ খানেক বাকী। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৫০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি গ্রামের ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা।

শনিবার (১২নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের কাতলামারি গ্রাম সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

ব্রাজিলের একানিষ্ঠ ভক্ত সালমান রাজের প্রধান বিষয়ে প্রধান পৃষ্ঠপোষকাতায় ও আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডান্ট রাকিবুল ইসলাম, রকি, প্রবাসী জিয়াউল হক জিয়া ও স্থানীয় টুটুল ইসলামের সহযোগীতায় এ ৫০০ হাত পতাকা বানানো হয়।

এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক সালমান রাজ(ভীর) বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা।

আরও খবর

Sponsered content

Powered by