রংপুর

কুড়িগ্রামে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রি

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কুড়িগ্রামে তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা দশমিক ২ ডিগ্রি বাড়লেও মৃদু শৈত্য অব্যাহত রয়েছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

জেলার রাজারহাটের কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আরও জানান, তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার ভোরের আলোর ফোটার সাথে সাথে কুয়াশা কেটে গেছে। সেই সাথে আকাশে মেঘ না থাকায় দেখা গেছে সূর্যের মুখ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপ বেড়েছে। দিনভর পাওয়া যাচ্ছে আলো। তবে উত্তর দিক হিমেল হাওয়া বয়ে আসায় রাতের বেলায় কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে বেশি।

আরও খবর

Sponsered content

Powered by