খুলনা

কেশবপুরে ছাত্রলীগ নেতা সোহান হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৮:২২:১৩ প্রিন্ট সংস্করণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান হত্যা মামলায় আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোহানের বন্ধু ফোরামের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত¡র থেকে কেশবপুর প্রেসক্লাব পর্যন্ত ওই মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

 

গত ৭ মে (শুক্রবার) সকালে পৌরসভার ৯ নম্বর বালিয়াডাঙ্গা ওয়ার্ডের সাইক্লোন সেল্টারে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা করে সরকারি সহায়তা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল গ্রুপের সমর্থকরা সারাফাত হোসেন সোহানের উপর হামলা করে। হামলায় ছাত্রলীগ নেতা সোহান মারাত্মক আহত হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে (বুধবার) রাতে তিনি মারা যান।

 

সংঘর্ষের ঘটনা উল্লেখ করে সোহানের চাচা পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদি হয়ে কেশবপুর থানায় ৭ জনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন- পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার মেহেদী হাসান (২৮), শেখ এবাদত সিদ্দিকী বিপুল (৪৬), সোহেল (২৮), রাজু হোসেন (২৩), আব্দুর রশিদ (৪৫), রহিম হোসেন রানা (২৪) ও আমির আলী (৪৫)। মামলায় আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি মেহেদী হাসানসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

 

সোহানের বন্ধু ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সোহানের বন্ধু মোহাম্মদ নাসিম, তাজিম, খান রকি, বাদল দাস, বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ স¤পাদক হাফিজুর রহমান, সোহানের বাবা আব্দুল হালিম, চাচা আবুল কালাম আজাদ, নাজমুল হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তারা সারাফাত হোসেন সোহান হত্যা মামলার আসামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক শেখ এবাদত সিদ্দিকী বিপুলকে গ্রেফতারসহ ফাঁসির দাবি জানান। এ সময় ফেস্টুন, প্লাকার্ড হাতে শিশুরাও অংশ নেয়।

 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, সোহান হত্যা মামলার প্রধান আসামি বালিয়াডাঙ্গা এলাকার দাউদ আলীর ছেলে মেহেদী হাসানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার করতে অভিযান চলছে।

আরও খবর

Sponsered content

Powered by