চট্টগ্রাম

ক্যাম্পের বাইরে থেকে ১৩৬ রোহিঙ্গা আটক

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২২ , ৭:২২:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাইরে থেকে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে উখিয়ার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, ক্যাম্পের বাইরে ঘুরাফেরা করার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় অনেকে বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পালংখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তাদের ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানছেন না। ক্যাম্পের নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে তারা বাইরে যাচ্ছেন, এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, রোহিঙ্গাদের অনেকে ক্যাম্পের বাইরে গিয়ে মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। আবার অনেকে সাগরপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য যাত্রা করছেন।

আরও খবর

Sponsered content

Powered by