রাজশাহী

ক্ষেতলালে ডিবি পরিচয়ে ছিনতাই

  প্রতিনিধি ২৯ জুন ২০২১ , ৭:১৩:১৪ প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে ডিবি পরিচয়ে ওষুধ কোম্পানির সেলসম্যানের এর নিকট থেকে ৭০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ইটাখোলা বাজার হতে করিমপুর বাজার পথিমধ্যে কুজাইল নামক স্থানে ইয়ন এগ্রো লিঃ কোম্পানির সেলসম্যানের নিকট থেকে ডিবি পরিচয়ে ৭০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ইয়ন এগ্রো লিঃ কোম্পানির সেলসম্যান বগুড়া শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মহরম আলীর ছেলে ইলিয়াস হোসেন (৪৫)। তার ক্ষেতলাল কর্ম এলাকায় কালেকশন শেষে নিজ মটরসাইকেল যোগে বগুড়া ফেরার পথে উক্ত স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে দুইজন মটর সাইকেল আরোহী এসে পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে প্রথমে মটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় এবং তার কাছে থাকা ব্যাগ সার্চ করার কথা বলে কেড়ে নিয়ে মটরসাইকেল উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে ক্ষেতলাল থানা থেকে ব্যাগ নিয়ে যাবেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ হয়েছে। ক্ষেতলাল থানা ওসি নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ওই কোম্পানির সেলসম্যানের সঙ্গে কথা বলেছি । আমরা ডিবি পরিচয়ে ছিনতাই চক্রকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by