চট্টগ্রাম

খাগড়াছড়িতে ইটভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৩:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ

ফাইল ফটো

মোঃ ইব্রাহিম শেখ, পার্বত্য চট্রগ্রাম :

খাগড়াছড়িতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার দায়ে ভাটা মালিক সেলিম অ্যান্ড ব্রাদার্সকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে ইটভাটায় ব্যবহারের জন্য তিনি কৃষিজমির উপরিভাগের মাটি কাটছিলেন।

শনিবার(৯জানুয়ারী) সকালে জেলা সদরের ঠাকুরছড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেলিম এন্ড ব্রাদার্সকে এ অর্থদন্ড প্রদান করেন। ইটভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অবৈধভাবে টপসয়েল কাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন২০১৩ অনুযায়ী ভাটা মালিক মোঃ সেলিমকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content

Powered by