রংপুর

খানসামায় দখলকৃত সেই কবরস্থান উদ্ধার, গাছ রোপণ

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৬:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় গত ২০ বছর ধরে খাস-খতিয়ান রেকর্ডকৃত কবরস্থান দখল করে চাষাবাদের পর তা উদ্ধার করে গাছ রোপণ করা হয়েছে। জানা যায়, উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ফকিরপাড়া এলাকার জনসাধারন নেউলা মৌজার ২২ নং দাগের ৩৪ শতক খাস খতিয়ান জমি কবরস্থান হিসেবে ব্যবহার করেছিল। যা কবরস্থান হিসেবে রেকর্ডও রয়েছে। কিন্তু গত ১৯/২০ বছর প‚র্বে একই এলাকার দু’জন ব্যক্তি জোর দখল করে চাষাবাদ করেন। এতে ঐ এলাকার অসহায় ভ‚মিহীন পরিবারের কেউ মারা গেলে কবর অন্যের কাছে জায়গা নিয়ে কবর দিয়ে আসছিল। কবরস্থানটি উদ্ধারের জন্য নেউলা ফকিরপাড়া জামে মসজিদ কমিটি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে শুনানিতে দখলকারীরা সেই কবরস্থান ছেড়ে দিবে বলে অঙ্গিকার করেন। শুক্রবার জুমার নামাজ শেষে নেউলা ফকিরপাড়া জামে মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত কবরস্থানটিতে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ রোপণ করা হয়। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি পশু চিকিৎসক আবু বক্কর সিদ্দিক বলেন, মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সকলের অনুরোধে কবরস্থানটি উদ্ধারের জন্য তৎপরতা চালাই। প্রথমে কমিটির পক্ষ থেকে দখলকারীদের কবরস্থানটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। তারা ছেড়ে না দেওয়ায় ইউএনও স্যারকে অবগত করি। পরপর দুই বার শুনানিতে দখলকারীরা কবরস্থানটি ছেড়ে দেওয়ার জন্য অঙ্গিকার করেন। এর পরে সেই কবরস্থানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। সর্বশেষ কবরস্থানটিতে যাতে কেউ চাষাবাদ করতে না পারে এজন্য গাছ রোপণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর দু’পক্ষের উপস্থিতিতে শুনানি হয়েছিল। সেখানেই দখলকারীরা কবরস্থানটি ছেড়ে দেওয়ার অঙ্গিকার করায় কমিটিকে কবরস্থানটি সীমানা নির্ধারণ করে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়ার কথা বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by