দেশজুড়ে

গফরগাঁও স্বাস্থ্যকর্মীসহ আরো পাঁচজনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ৬ মে ২০২০ , ৬:০৪:১৫ প্রিন্ট সংস্করণ

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয়, এক ইমার্জেন্সি এটেনডেন্সসহ আরো পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ২৮২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করেন

এর মধ্যে নতুন জন পূর্বের আক্রান্ত দুজনের দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ শনাক্ত হয় গত রবিবার ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত আরো এক স্বাস্থ্যকর্মীর (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) করোনা পজিটিভ শনাক্ত হয় পর্যন্ত উপজেলায় মোট ১৭ করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ১০ জন এখন সুস্থ হয়েছেন

প্রসঙ্গত, পৌর শহরের এক মুক্তিযোদ্ধার স্ত্রীর শরীরে প্রথম করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলে তাকে ময়মনসিংহ বিশেষায়িত এসকে হাসপাতালে ভর্তি করা হয় পরে উপজেলা প্রশাসন রোগীর বাসার আশপাশের ৬০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা রোগীর চিকিৎসা দেওয়ার পর কর্তৃপক্ষ হাসপাতালে কর্মরত ডাক্তার, সেবিকা, কর্মকর্তাকর্মচারী, টেকনিশিয়ানদের নমুনা সংগ্রহ করে পর্যায়ক্রমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করেন

পরে তিন ডাক্তার, তিন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, তিন সেবিকা, এক অফিস সহকারী, এক সেবিকার স্বামীসহ আরো ১১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয় পরে ১০ জন সুস্থ হয় কিন্তু গতকাল নতুন করে আরো পাঁচজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, উপজেলায় মোট ১৭ জন করোনা আক্রান্তের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন অন্যদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by