ঢাকা

গাজীপুরে আমনের বাম্পার ফলন

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২১ , ৫:২০:৪৫ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলা ভবানীপুর লুটিয়ার চালা গ্রামের আগাম জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে। এ জাতের ধানের ফলনে অন্য কৃষকরাও আশার আলো দেখতে পাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। গাছের শীষ ধানে নুইয়ে পড়ছে। অল্প কিছুদিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। যদিও এরই মধ্যে কোন কোন এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে।

কৃষকরা জানান, ব্রিধান-৭১, ব্রিধান-৭২, ব্রিধান-৭৪, ব্রিধান-৮৭, বিনা-৭ ও ১৬ জাতের ধান। এই ধানের রোগবালাই খুব কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। এবার মাস দেড়েক আগেই এই ধান পাকতে শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছেন কৃষকরা।

লুটিয়ার চালা গ্রামের কৃষক নুরুজ্জামান ভোরের দর্পণ কে বলেন, আমন মৌসুমে কম সময়ে অধিক ফলন হয়েছে এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করছি। জমিতে বোরো চাষের শেষে আলু-সরিষাসহ রবিশস্য উৎপাদন করতে পারবো। এটি আমাদের বোনাস ফসল। আমাদের উৎপাদন আয় দুটোই বাড়বে।

 

আরও খবর

Sponsered content

Powered by