দেশজুড়ে

গাজীপুরে নবজাতককে হাসপাতালে রেখে মা ’উধাও’

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ১০:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুরঃ গাজীপুরে চিকিৎসা দিতে এনে এক নবজাতককে হাসপাতালে ফেলে রেখে তার মা ও স্বজনরা উধাও হয়ে গেছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটি এখন ওই হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ডি-১ নম্বর বেডে সমাজ সেবা কর্মকর্তার অধীনে আনসার সদস্যের প্রহরায় চিকিৎসাধীন। তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ কল্যাণ কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার ঠিকানা ব্যবহার করে শুক্রবার সকালে অসুস্থ্য অবস্থায় একদিনের নবজাতককে নিয়ে তার মা এ হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার রাতে বাথরুমে যাওয়ার কথা বলে নবজাতককে বেডে ফেলে রেখে মা পালিয়ে যান। শিশুটিকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় খাবার এবং ঔষধ হাসপাতালের সমাজ সেবা বিভাগ থেকেই সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সূচনা আক্তার জানান, হাসপাতালের রেজিস্ট্রারে বেবি অব লিজা এবং কেয়ার অফ আনোয়ারুল লেখা রয়েছে। এতে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, পোঃ জাতীয় বিশ^বিদ্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ভর্তি রেজিষ্ট্রারে একটি মোবাইল নম্বর দেয়া থাকলেও তা বন্ধ রয়েছে। গাজীপুর জেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম আনোয়ারুল করিম জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সঙ্গে জেলা শিশু কল্যাণ বোর্ড ও সমাজসেবা কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত  নেবেন। বৈঠকের সিদ্ধান্তমতে কেউ দত্তকের জন্য আবেদন করলে যাচাই-বাছাই করে তাকে দত্তক দেয়া হবে নতুবা ঢাকার বেবি হোমে পাঠিয়ে দেয়া হবে। হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন জানান, শিশুটি দুই-একদিন আগে জন্ম নেয়। ৩৪-৩৫ সপ্তাহে জন্ম নেয়া নবজাতকটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছে। 

আরও খবর

Sponsered content

Powered by