রাজশাহী

গুজব থেকে সর্তক থাকতে হবে : বগুড়া পুলিশ সুপার

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২১ , ৮:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই উন্নয়ন কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে। সেদিকেও সবার নজর রাখতে হবে। আর এই উপজেলায় গুজব যেন কেউ ছড়াতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে। নন্দীগ্রামে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সবার সহযোগীতা প্রয়োজন।

সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ), সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা, মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আনিছুর রহমান, সাংবাদিক ফারুক কামাল প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by