রাজধানী

গুলিস্তানে বাসচাপায় দুইজন নিহত

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৭:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ

গুলিস্তানে সড়ক ডিভাইডারের ওপর উঠে যায় বাস। ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশে শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বাসটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়। নিহতরা হলেন, শুক্কুর মাহমুদ (৫৮) ও তুষার।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসটি চালাচ্ছিলেন পুলিশের একজন এএসআই। তবে বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান জানান, এমন অভিযোগ তারাও পেয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শ্রাবণ ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে বলে শুনেছি। তবে বাসটি পুলিশের কেউ চালাচ্ছিল কি না জানা নেই।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিস্তানে দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন তখনই মারা যান। তুষার নামে আরেকজন বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে যান।

আরও খবর

Sponsered content

Powered by