দেশজুড়ে

গৃহবধূকে অপহরণের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২২ , ৩:২১:২১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের গৌরীপুরে এক গৃহবধূ (২৫) কে অপহরণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ এপ্রিল) পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে ওই গৃহবধূ বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করে গৃহবধূকে বেঁধে অপহরণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর শ্বাশুড়ি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে দুবৃর্ত্তরা গৃহবধূর এক দেবর ও ভাতিজাকে মারধর করে গৃহবধূকে ফেলে রেখে চলে যায়।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে এলাকাবাসী পালান্দর গ্রাম থেকে মিছিল নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান মো. আব্দুল হালিম সিদ্দিকী বলেন অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

আরও খবর

Sponsered content

Powered by