ঢাকা

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৬:২৯:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (১২ মে) সকালে গোপালগঞ্জ নার্সিং কলেজের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। পরে গোপালগঞ্জ নার্সিং কলেজের অধ্যক্ষ ধবলী চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা তত্ত্বাবধায়ক কানন প্রভা নাগ। পরে কেক কেটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল -এর জন্মদিন পালন করা হয়। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস -২০২৩ উপলক্ষে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, বি.এম.এ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ূন কবীর,
ডা. আহমেদুল কবির, নার্সিং কলেজের অধ্যক্ষ ধবলী চন্দ্র জয়ধর, সেবা তত্ত্বাবধায়ক কানন প্রভা নাগ উপস্থিত ছিলেন।
এসময় গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলে মিলে কেক কেটে আন্তর্জাতিক দিবস উদযাপন করেন।

আরও খবর

Sponsered content

Powered by