ঢাকা

গোপালগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ৬:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” -এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১পালিত হয়েছে।

এ লক্ষ্যে শনিবার (৩০ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম) -এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুলিশ লাইনের মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্সের ড্রিলসেডে গোপালগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং -এর সভাপতি খন্দকার এহিয়া খালেদ সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর কমিউনিটি পুলিশিং ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব এ্যাড. আতিকুর রহমান মিয়া, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন,
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, গণমাধ্যমকর্মী এস এম হুমায়ূন কবির, গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জায়েদ মাহমুদ বাপ্পী প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, মো.সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার শাহীনুর রহমান চৌধুরী, মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো.মাসুদ রায়হান, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ কে এম সুলতান মাহমুদ, কোটালীপাড়া অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) -এর দিক নির্দেশনায় ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) -এর তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ অপরাধ মোকাবেলায় আগের চেয়ে অধিক সক্ষমতা রেখে চলেছেন। যদিওবা আমাদের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। সমাজে মানুষের বিপদ-আপদে পুলিশই প্রথম এগিয়ে আসে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব অপরিসীম। তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গোপালগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুর রহমান ও টুঙ্গিপাড়া পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.আইয়ুব আলীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

আরও খবর

Sponsered content

Powered by