ঢাকা

গোপালগঞ্জ সদরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৮:০৬:৩২ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

পঞ্চম ধাপে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৫ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়ন সহ মোট ১৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সম্পন্ন হয়। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগে থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো বেশ তৎপর ছিলো।

 

গোপালগঞ্জে বিভিন্ন ধাপে ইউপি নির্বাচন দলীয় মনোনয়নে সম্পন্ন হলেও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের প্রচেষ্টায় তার নির্বাচনী এলাকায় (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার একাংশ) ইউপি নির্বাচন দলীয় মনোনয়নে না হয়ে উন্মুক্তভাবে অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতায় গোপালগঞ্জ সদর উপজেলার আওতাভুক্ত ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ একযোগে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা, জালালাবাদ ইউনিয়নে এফ. এম. মারুফ রেজা, বৌলতলী ইউনিয়নে সুকান্ত বিশ্বাস, শুকতাইল ইউনিয়নে মোহাম্মদ রানা, চন্দ্রদিঘলিয়া ইউনিয়নে মো. হাদিউজ্জামান মোল্যা জাবেদ, গোপীনাথপুর ইউনিয়নে মো. সাহেব আলী মোল্লা (টুকু), পাইককান্দি ইউনিয়নে ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ (রিপন), উরফি ইউনিয়নে মনির গাজী, সাতপাড় ইউনিয়নে প্রনব বিশ্বাস (বাপি), সাহাপুর ইউনিয়নে বিনয় সরকার (অনাদি), উলপুর ইউনিয়নে মো. কামরুল হাসান (বাবুল), নিজড়া ইউনিয়নে আহম্মদ আলী মিনা (ধলু), করপাড়া ইউনিয়নে এস. এম. হাবিবুর রহমান (সোনা মিয়া), কাজুলিয়া ইউনিয়নে আইয়ুব আলী, কাঠি ইউনিয়নে কামরুল ইসলাম, মাঝিগাতি ইউনিয়নে কে. এম. হাফিজুর রহমান (মুকুল খান) বেসরকারিভাবে নির্বাচিত হন।

 

পঞ্চম ধাপে গোপালগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ-আল-শিবলী, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Powered by