দেশজুড়ে

গৌরনদীতে চাল উদ্ধারের ঘটনায় ডিলারসহ দুইজনকে ছয় মাসের কারাদন্ড

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৩:৪৩:২৩ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির ঘটনায় সোমবার রাতে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ ডিলার প্রদীপ দত্ত, চাল ক্রেতা মুদি ব্যবসায়ী পঙ্কজ সাহা, চালবাহী ভ্যান চালক শঙ্কর পালকে আটক করেছে পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গৌরনদীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল ডিলার প্রদীপ দত্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের পুত্র। মঙ্গলবার দুপুরে আটককৃত ডিলার প্রদীপ দত্ত, চাল ক্রেতা মুদি ব্যবসায়ী পঙ্কজ সাহাকে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। এছাড়া চালবাহী ভ্যান চালক শঙ্কর পালকে মুক্তি দেয়া হয়েছে।
অপরদিকে কেন্দ্রের নির্দেশে চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী।

 

আরও খবর

Sponsered content

Powered by