দেশজুড়ে

গৌরীপুরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৭:৩০:০৪ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।

২০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সালাউদ্দিন সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল রুকন উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা স্যানিটেশন ও যথাযথভাবে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

আরও খবর

Sponsered content

Powered by