ঢাকা

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ৭ গাড়ির ধাক্কা, আহত ৫

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ১:৫২:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় একসাথে সাতটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন ।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনির (রেলিং) সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা পাঁচটি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। দুর্ঘটনায় শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতি হয়। এই দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়।

এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by