দেশজুড়ে

ঘুর্নিঝড় “আম্ফান” মোকাবেলায় স্বরূপকাঠিতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৫:০৭:৩৩ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড়আম্ফানমোকাবিলায় পিরোজপুরের স্বরূপকাঠিতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই সভা অনুষ্ঠিত হয়

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, নবাগত ইউএনও মো. মোশারফ হোসেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, পৌর সভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস উপজেলার ২৮ টি সাইক্লোন শেল্টার ৭০ টি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার প্রস্তাব উপস্থাপন করলে সভায় সর্বসম্মত ভাবে তা সিদ্ধান্ত আকারে গৃহীত হয় এছাড়াও সব এলাকার মানুষকে সাবধানতা অবলম্বনের জন্য প্রচারনা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়

আরও খবর

Sponsered content

Powered by