বরিশাল

ঘূর্ণিঝড় মোকাবেলায় রেড ক্রিসেন্টের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত 

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৭:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
ঘূর্ণিঝড় ‘মোখা’মোকাবিলায় বরগুনার পাথরঘাটা উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা এনএসএস এর অফিসে হলরুমে এ জরুরী মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ মোঃ জুবায়ের ইসলাম, সেবা ও স্বাস্থ্য বিভাগের প্রধান নাজমুল হৃদয়, উপপ্রধান মেহেদি, প্রশিক্ষণ বিভাগের উপপ্রধান নাইম, রক্ত বিভাগের উপপ্রধান রনি, সাবেক রক্ত বিভাগের প্রধান শামিম, সদস্য সাকিল আহমেদ, কিবরিয়া, নাইম খান, তাসিন, আরমান হোসেন প্রমুখ।
এসময় বিভাগীয় প্রধান জনসংযোগ মোঃ জুবায়ের ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলার সকল সদস্যদের নিয়ে সাধারণ মানুষদের সচেতনতার জন্য মাইকিং টিম, মেডিকেল টিম, আশ্রয় কেন্দ্র টিম এবং জরুরী ব্যবস্থাপনার জন্য ইমারজেন্সি সার্ভিস টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত আছি।

আরও খবর

Sponsered content

Powered by