চট্টগ্রাম

চকরিয়ায় খালের বালু বিক্রির দায়ে ২৪ মেশিন জব্দ

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৮:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় কেটে ও ছড়াখাল খনন করে লাগামহীন বালু ও মাটি বিকিকিনি করায় দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ছে বারবার। এতে অরক্ষিত হয়ে পড়ে পর্যটকে সরগরম হয়ে থাকা সাফারি পার্কটি। বালু ও মাটি খেকোদের অবৈধ কর্মকাণ্ড থামাতে একেরপর এক অভিযান চালিয়েও পাহাড় কাটা ও ছড়াখাল খনন এবং মেশিন বসিয়ে বালু উত্তোলন থেমে নেই।

শুত্রুবার (১৫ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সাফারি পার্ক লাগোয়া পাহাড় ও খালে টানা তিন ঘণ্টা মাটি ও বালু খেকোদের তৎপরতা বন্ধে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৪টি মেশিন ও অন্তত ১৫০০ ফুট দৈর্ঘ্যের পাইপ জব্দ করা হয়।

চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত-উজ-জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল সহযোগিতা করে।সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম বলেন, মাটি ও বালু খেকোদের অপতৎপরতায় পার্কের সীমানা প্রাচীর ঠেকানো কঠিন হয়ে পড়েছে। তাই তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

আরও খবর

Sponsered content

Powered by