চট্টগ্রাম

চট্টগ্রামে সততা সংঘের সমাবেশ করলো দুদক

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৬:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের সমাবেশের আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. শহীদুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।

এতে বক্তারা বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত কর্ণধার। তাদেরকে এখন থেকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আদর্শিক চেতনায় গড়ে তুলতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার প্রথম ধাপ যদি শিক্ষা জীবনে আত্মস্থ করা যায়, তাইলে দুর্নীতিরোধ অনেক সহজ হবে। সততা সংঘের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সচেতন ও জাগ্রত করা।

দুদকের পরিচালক মো. মাহমুদ হাসানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সততা সংঘের পরামর্শক মোস্তফা হাসান মজুমদার বক্তব্য রাখেন।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১১ জন শিক্ষার্থী নিয়ে সততা সংঘের কমিটি এবং পাঁচ শিক্ষক নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রয়েছেন একজন পরামর্শক। স্কুলে রয়েছে বিক্রেতাবিহীন সততা স্টোর। সেখানে নিজেরা পণ্য বাছাই করে কিনে থাকে।

আরও খবর

Sponsered content

Powered by