চট্টগ্রাম

চট্টগ্রামে ৪০ লাখ টাকার জাটকা জব্দ

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৪:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করে প্রায় ৪০লাখ টাকার জাটকা জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার (২০ মে) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্ব একটি টিম নগরীর মাঝিরঘাট এলাকার এ কে খান কোল্ড স্টোরেজ এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালীন সময়ে ওই কোল্ড স্টোরেজের ম্যানেজার চন্দনকে আটক করে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ২৫টন মাছ সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১টি প্রতিষ্ঠান, ৯টি মাদ্রাসা ও এতিমখানা, ৩টি মন্দির এবং স্থানীয় গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

চট্টগ্রামের প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা আইনত দন্ডনীয় অপরাধ। জাটকাগুলো আমাদের মৎস্য সম্পদের বড় উৎস। জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। যারাই জাটকা ধরে ব্যবসা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content

Powered by