রাজশাহী

চাটমোহরে আলোচনা সভা ও মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৫:২৩:৫৯ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘করোনা মহামারীতে আদিবাসীদের জীবন ও জীবিকার সংগ্রাম’-এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে বুধবার আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের আদিবাসী কমিউনিটি সেন্টারে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা সভাপতি রামপ্রসাদ মহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন। বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, সিরাজগঞ্জ জেলা প্রচার সম্পাদক প্রদীপ মাহাতো, আটঘরিয়া উপজেলা সভাপতি অর্পন বানিয়াস, আদিবাসী নারী নেত্রী অলোকা মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চৈতন্য সিং, চাটমোহর উপজেলা আহবায়ক অপূর্ব সিং প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by