রাজশাহী

চাটমোহর চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৭:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. নুরুল ইসলামের অসদাচারণ, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এই মাববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আবাসিক মেডিকেল অফিসার আরমিলা আকতার ঝুমি, সিনিয়র মেডিকেল অফিসার স ম বায়েজিদ উল ইসলাম, ডাক্তার রুহুল কুদ্দুস ডলার, ডাক্তার পপি ভৌমিক, ডাক্তার ফারুক হোসেন, ডাক্তার ইবনে ডালিম, ডাক্তার নাঈম, ডাক্তার ফারজানা, ডাক্তার মাহমুদুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মতিউর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. নুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানের সাথে চরম দুর্ববহার করাসহ তাকে মারার জন্য উদ্যত হন। এছাড়া বিভিন্ন বিল তৈরি ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতাদি প্রদানকালে টাকা আদায় করেন। তার দ্বারা নানাভাবে হেনস্থা হন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। এ ব্যাপারে পাবনার সিভিল সার্জনের কাছে প্রতিকার চেয়ে কোন সমাধান পাননি কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন ও স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে দুর্ব্যবহারের বিষয়ে জানতে চাইলে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই শুনলাম। আমি খেঁাজ নিয়ে পরে জানাবো। স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে প্রধান সহকারীর ঝামেলার বিষয়টি ওভার মোবাইলে বলা যাবে না। আমার অফিসে আসতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by