চট্টগ্রাম

চুক্তির ২৩ বছর পরও অস্তিত্ব সংকটের আতঙ্কে জুম্ম জনগণ: সন্তু লারমা

  প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৭:১৮:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) বলেছেন, অনেক আশা-ভরসা নিয়ে আমরা ৯৭ সালে চুক্তি করেছিলাম। কিন্তু গত ২৩ বছরেও আমরা চুক্তি বাস্তবায়নের গতি দেখে হতাশ। 

তিনি বলেন, চুক্তির পর জুম্ম জনগণের জীবনমান উন্নয়নের অনেক আশা করলেও বর্তমানে আমরা অস্তিত্ব সংকটের মধ্যে দিন কাটাচ্ছি।

সে সময় নারী অধিকার রক্ষার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের আন্দোলনে জুম্ম নারীদের এগিয়ে আসার আহ্বান জানান সন্তু লারমা।

সোমবার (০৮ মার্চ) সকালে রাঙামাটি সদরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২১ এবং পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী ও জুম্ম জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইকারী অন্যতম নারী (ছাত্র) সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘করোনাকালে সমভবিষ্যৎ প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করি’ ওই সভা অনুষ্ঠিত হয়।

মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by