চট্টগ্রাম

চৌমুহনীতে হামলায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দিরে সাংসদ একরাম চৌধুরীর আর্থিক সহায়তা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২১ , ৬:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ

 

দিদারুল আলম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চৌমুহনীতে হামলায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী- ৪ (সদর-সুবর্র্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে প্রথমে তিনি নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে তাদের দুই পরিবারের প্রতি পরিবারকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা অনুদান দেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পাঁচটি মন্দিরে চারলাখ টাকা অনুদান দেন।

এসময় এমপি একরামুল করিম চৌধুরীর সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন জেহান, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমপি একরামুল চৌধুরী বলেন, হামলাকারী যেই হোক ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সব সময় অসহায়দের পাশে থাকারও নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content

Powered by