ময়মনসিংহ

জামালপুরে পৈতৃক ভিটায় হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২২ মে ২০২১ , ৮:০২:০৩ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে পারপাড়া গ্রামের জামালপুর-টাংঙ্গাল মহাসড়কের পাশে, পারপাড়া মৌজার ৯২ নং দাগের ৩২ শতাংশ জমিতে চাঁন মিয়ার পরিবার তিন যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে।

জমিটি জবর দখল জন্য গত দুই বছর আগে থেকে পায়তারা করছে ভুমি দস্যু রহমান পরিবার। রহমানের ছেলে পিকেএসএফ সাবেক ডিডি হাবিবুল্লাহ ও এবাদত গংরা। গতকাল ওই জমির নিকটে মেইন রোডে নির্যাতিত চাঁন মিয়ার পরিবারবর্গ ভুমি দস্যুদের বিরুদ্ধে এক মানববন্ধনের আয়োজন করেন।

এসময় পৈতৃক সূত্রে পাওয়া জমির মালিক মরহুম চাঁন মিয়ার পরিবারের পক্ষে ছেলে, রহুল, সোহেল, ভাই আবুছামা, পুত্রবধূ আঙ্গুরি বক্তব্য রাখেন। মানববন্ধনে চাঁন মিয়ার তিন বোনসহ পরিবারে অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by