বাংলাদেশ

জামায়াত আমির শফিক ৩ দিনের রিমান্ডে

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ৫:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ী থানায় ছেলের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে এদিন দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ৭ দিনের রিমান্ড শেষে জামাতের আমির শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার আসামিকে ফের ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। শুনানি শেষে বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে

এরআগে গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি টিম। আমিরের বাসায় জঙ্গিদের মিটিং, জঙ্গি সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও বান্দরবানে জঙ্গিদের সঙ্গে মিটিং শেষে ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে অজ্ঞাত স্থানে লুকানোসহ নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by