রাজশাহী

জয়পুরহাটে গণপূর্ত বিভাগের মানববন্ধন

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার সকাল দশটায় জেলা গণপূর্ত ভবন চত্বরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জেলা গণপূর্ত প্রশাসন আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মূর্তুজ-আল-মাহমুদ, সহকারী প্রকৌশলী মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তসিকুল আলম ও রাসেল চৌধুরীসহ অন্যরা।

বক্তারা বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by