বরিশাল

ঝালকাঠি পৌরসভার আবর্জনায় ভরা খালগুলো পরিষ্কারের কাজ শুরু 

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২১ , ৪:১১:২৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রথম শ্রেনির পৌরসভার শহরের প্রানকেন্দ্রের বিভিন্ন এলাকার খালগুলো ময়লা আবর্জনায় বহুবছর ভরপুর ছিল যার কারণে শহরের প্রধান প্রধান এলাকা দূর্গন্ধময় হয়ে পড়েছে যার কারণে সাধারণ মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বহুবছর পরে পৌরকতৃপক্ষের নজরে পড়লো।
সোমবার (২৬,এপ্রিল) সকালে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।পৌর মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার শহরের কুমারপট্টির খাল পরিস্কার কাজের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে শহরের সবগুলো খালই পরিস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র। খাল পরিস্কার কর্মসূচি উদ্বোধনকালে মেয়রের সঙ্গে পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর তীর ঘেঁষা ঝালকাঠি শহরে ছোট-বড় ১১ খাল রয়েছে। এ খালগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বিভিন্ন স্থানে দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্ষায় জলাবদ্ধা নিরসনে এবং দুর্গন্ধ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য খালগুলো পরিস্কার করার উদ্যোগ নেন পৌর মেয়র।

আরও খবর

Sponsered content

Powered by