খুলনা

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচী

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২১ , ৫:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচী শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সকালে শহরের নতুন হাটখোলা, এইচএসএস সড়ক, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। এছাড়াও পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হয়। এসময় সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সহ-সভাপতি আল ইমরানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া জেলা ছাত্রলীগের সহায়তায় পরিচ্ছন্ন অভিযানও চালানো হচ্ছে। জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ৪৬ দিন এ পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন অভিযান চালানো হবে বলেও জানান মেয়র।

 

 

আরও খবর

Sponsered content

Powered by