ঢাকা

টাঙ্গাই‌লে মহাসড়‌কে চল‌ছে গণপ‌রিবহন, ১৩ কিমি অংশে ধীরগতি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২১ , ১:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টাঙ্গাই‌লে ক‌ঠোর লকডাউ‌নের ম‌ধ্যেও মহাসড়‌কে গণপ‌রিবহন চলাচল কর‌ছে। এ‌তে পোশাক ও শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকরা যাতায়াত কর‌ছেন। 

সোমবার (০২ আগস্ট) ভোর থে‌কে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার অং‌শে পরিবহ‌ন চলাচ‌লে ধীরগ‌তি ছিল।

এর আ‌গে রফতানিমুখী পোশাক ও শিল্প-কারখানা চালুর ঘোষণায় শ্রমিক‌দের কর্মস্থ‌লে ফেরার সুবিধার্থে শ‌নিবার (৩১ জুলাই) রাত ৮টা থেকে রোববার (০১ আগস্ট) দুপুর পর্যন্ত মহাসড়‌কে গণপ‌রিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। এ‌তে প‌রিবহ‌নের চাপ বাড়‌তে থা‌কে মহাসড়‌কে। ফ‌লে টাঙ্গাইল অং‌শের ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে ছিল গা‌ড়ির চাপ। এ‌তে কোথাও কোথাও সৃ‌ষ্টি হয় যানজ‌টের।

এ‌দি‌কে রোববার দিবাগত রা‌তে বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকাগামী লে‌নে এক‌টি ট্রা‌কের সঙ্গে আ‌রেক‌টি ট্রা‌কের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে ট্রাক দুটি ক্ষ‌তিগ্রস্থ হ‌লেও কোনো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। ফলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এ কারণে সেতুর পূর্ব ও প‌শ্চিম পা‌ড়ের মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হয়। প‌রে দূর্ঘটনা কব‌লিত ট্রাক দু‌টি স‌রি‌য়ে নেওয়ার দুই ঘণ্টা পর সেতু‌তে টোল আদায় শুরু। এ‌তে পুনরায় সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে রাতে যানবাহনের ব্যাপক চাপ ছিল।

আরও খবর

Sponsered content

Powered by