বিনোদন

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত কাজী হায়াৎ

  প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৫:৪১:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। গত ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন তারা। ১০ মার্চ করোনায় পজিটিভ এসেছে তাদের।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী হায়াৎ নিজেই। তিনি বলেন, ‘স্ত্রীসহ আমি গত ২ মার্চ করোনার টিকা নিয়েছিলাম। তারপর জ্বর আসে। ঘ্রাণশক্তি কমে যাচ্ছিল। ৮ মার্চ ল্যাবএইড হাসপাতালে করোনার পরীক্ষা করাই। গতকাল জানতে পেরেছি আমাদের করোনা পজিটিভ।

প্রবীণ এ নির্মাতা আরো জানান, এখন তারা হোম কোয়ারেন্টিনে আছেন। এর আগে ১০ মার্চ এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। সেখানে যাওয়ার পরই জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

এবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে এবার প্রার্থী হবেন কাজী হায়াৎ। সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। পরিচালক এস এ হক অলীককে মহাসচিব করে প্যানেল ঘোষণা করবেন তিনি। গত জানুয়ারিতে আলাপকালে সময় নিউজকে এমনটাই জানিয়েছিলেন গুণী এ নির্মাতা।

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। সহকারী পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এটি।

আরও খবর

Sponsered content

Powered by