খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন ডি ভিলিয়ার্স

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২১ , ৩:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান কোচ মার্ক বাউচার ইংগিত দিয়েছেন, এবি ডি ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে। প্রোটিয়া এই সাবেক তারকা ক্রিকেটারের আশা, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে ভিলিয়ার্সের।

বাউচার এরইমধ্যে এ নিয়ে কথা বলা শুরু করেছেন ডি ভিলিয়ার্সের সঙ্গে।

সম্প্রতি গণমাধ্যমকে মার্ক বাউচার বলেছেন, ‘আমি ওর সঙ্গে (ভিলিয়ার্স) কথা বলেছি আইপিএলে যাওয়ার আগে। এখন তার সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। ভিলিয়ার্স চাচ্ছে, আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে প্রমাণ করার। আমরা সবাই জানি সে কোন লেভেলের ক্রিকেটার। তার যোগ্যতা আছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেরাটা দেয়ার।’

বাউচার আরও বলেন, ‘আমি তাকে বলেছি যাও, নিজেকে প্রমাণ করো। আইপিএল শেষ করে আসো কথা হবে। আমরা তার সঙ্গে আছি।’

 

এবি ডি ভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে হঠাত এক ভিডিও বার্তায় জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেট না খেলার কথা। এরপর থেকে বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত।

 

৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্সের ফেরার কথা উঠেছিল ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরাডুবি দেখেও।

আরও খবর

Sponsered content

Powered by