চট্টগ্রাম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন নাসিরনগরের সাংবাদিক মিহির

  প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৫:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক মিহির কুমার দেব নামের স্থানীয় এক সংবাদ কর্মী। 

২০২০ সালের ১০ এপ্রিল নাসিরনগর থানায় স্থানীয় সংবাদ কর্মী মিহির কুমার দেবের বিরুদ্ধে একটি নন জি আর সাধারণ ডায়েরি করেন তৎকালীন কর্মরত এস আই মো: রফিকুল ইসলাম। পরে মামলাটি ২০১৮ এর ২৫ ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে নেয়া হয়। ২০২০ সালের ১ জুন নাসিরনগর থানার পুলিশ সংবাদ কর্মী মিহির কুমার দেব কে রাতের আঁধারে বাড়ি থেকে গ্রেফতার করেন। 

ওই মামলায় সংবাদ কর্মী মিহির কুমার দেব , বিনা দোষে ৫২ দিন কারাভোগ করতে হয়েছিল। 

গত বৃহস্পতিবার ১জুন ২০২৩ ইং তারিখে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে, সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম বিজ্ঞ আদালত , মিহির কুমার দেব কে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে বেকুসুর খালাস দেন ।

এই বিষয়ে জানতে চাইলে সংবাদ কর্মী মিহির কুমার দেব বলেন, সত্যের জয় হয়েছে। মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। বিজ্ঞ আদালতের রায়ে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আমি খুশি।

আরও খবর

Sponsered content

Powered by