রংপুর

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল ও মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৭:২৩:২৯ প্রিন্ট সংস্করণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ডিমলায় প্রধানমন্ত্রীর দেওয়া ৭ হাজার কম্বল (শীতবস্ত্র) উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। গত ১৪ থেকে গতকাল পর্যন্ত উক্ত কম্বলগুলো বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত থেকে তাঁকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড ১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যাগে ডিমলা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ডিমলা বাবুর হাট শহীদ অম্লান চত্বর থেকে শুরু করে বাজারের বিভিন্ন অলিগলিতে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম সিরাজ, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. সরোয়ার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু, উপজেলা উপ সহকারী প্রকৌশলী ত্রাণ শাখা ফেরদৌস আল

আরও খবর

Sponsered content

ফখরুলের অভিযোগ: দুঃশাসন প্রলম্বিত করতেই ছড়ানো হচ্ছে ভীতি-আতঙ্ক

ফখরুলের অভিযোগ: দুঃশাসন প্রলম্বিত করতেই ছড়ানো হচ্ছে ভীতি-আতঙ্ক

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

Trump Biden

ট্রাম্পকে সুদর্শন ও চমৎকার বললেন বাইডেন

মুকসুদপুরের উত্তর জলিরপাড়ের আশ্রয়ণ প্রকল্পে দৃষ্টিনন্দন ঘর নির্মাণ

মুকসুদপুরের উত্তর জলিরপাড়ের আশ্রয়ণ প্রকল্পে দৃষ্টিনন্দন ঘর নির্মাণ

ছিনতাইয়ের ৭২ ঘন্টার মধ্যে ২ আসামি গ্রেফতার

ছিনতাইয়ের ৭২ ঘন্টার মধ্যে ২ আসামি গ্রেফতার

সাতক্ষীরায় আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৪৩

Powered by