স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্তে নতুন রেকর্ড

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৭:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে ৩৬০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর একদিনে একসঙ্গে এতো রোগী আর পাওয়া যায়নি। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে, গতকাল শনিবার একসঙ্গে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১২১ জন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনও রয়েছেন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৬৯ জন।

জানা যায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১২৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৮৯৩ জন, আর বাকি ২৩৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৫৮৯ জন।

আরও খবর

Sponsered content

Powered by