বাংলাদেশ

ডেঙ্গু রোগীর বাসায় অভিযান চালাবে ডিএসসিসি

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৫:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

এডিস মশা নিয়ন্ত্রণে ডেঙ্গু রোগীর বাসায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মশা নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম পরিচালনা ও তদারকির লক্ষ্যে আজ রোববার নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন মেয়র।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা ডেঙ্গু রোগীর তালিকা অনুযায়ী রোগীর বাড়ির আঙ্গিনা ও সংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অন্য কার্যক্রম এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিচালিত হবে।

 

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মশক সুপারভাইজার ও মশক কর্মীরা নিয়োজিত আছেন জানিয়ে এ সময় মেয়র বলেন, ‘প্রত্যেকটি রোগীর ঠিকানা চিহ্নিত করে সেই বাসাবাড়ি ও স্থাপনার ওপর থেকে নিচ পর্যন্ত কোথাও যদি পানির উৎস, এডিশ মশার উৎস থাকে—সেটা নির্মূল করা। সেই এলাকা সকালবেলা লার্ভিসাইডিং করা এবং বিকেলে আবার সেই এলাকাটা যথাযথভাবে ফগিং (এডাল্টিসাইডিং) করে আমরা সম্পূর্ণভাবে মশক বিস্তার নির্মূল এবং নিয়ন্ত্রণ করার কার্যক্রম হাতে নিয়েছি।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ডেঙ্গু রোগ ও এডিস মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আজ থেকে আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলাম এবং এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সরাসরি তদারকি করব।’

আগামী দুই মাস এই কার্যক্রম চলবে জানিয়ে মেয়র বলেন, ‘আমরা আশাবাদী যে, তাতে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। সকল কাউন্সিলর এরই মাঝে (কাজে) নেমে  গেছে। সকাল থেকেই কার্যক্রম শুরু করেছি। আজ আমরা ১৩টি ঠিকানায় বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন রোগীকে শনাক্ত করতে পেরেছি। এ ছাড়া আমাদের নিয়মিত কার্যক্রম সেটাও আমরা নিয়ন্ত্রণ কক্ষ থেকেই সরাসরি তদারকি করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by