দেশজুড়ে

ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে লাঞ্চিতের অভিযোগ

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে বরাদ্দকৃত সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম আত্মীয় করণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানমেম্বারদের বিরুদ্ধে এনিয়ে প্রতিবাদ করায় লাঞ্চিত করা হয়েছে সংরক্ষিত এক ইউপি সদস্যকে ঘটনায় লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

গত ১৯ এপ্রিল রবিবার অভিযোগ দায়ের করেন সংরক্ষিত ইউপি সদস্য (,,৩নং ওয়ার্ড) রৌশন আক্তার এতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ইবনে ভুলু সদস্য আবু তাহেরকে অভিযুক্ত করা হয়

অভিযোগ সূত্রে ভুক্তভোগীরা জানায়, ইউনিয়নের দিনমজুর, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রাণ সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে সমন্বয় না করে ইউপি সদস্য রৌশনের কোন তালিকা না নিয়েই মনগড়া ভাবে বিতরণ করেছেন এতে করে প্রকৃত মানুষেরা চাল না পেলেও চেয়ারম্যান ভুলু মেম্বার আবু তাহেরের মনোনীত পছন্দের ব্যক্তিরা চাল পেয়েছেন ঘটনায় প্রতিবাদ করলে জনসম্মুখে সংরক্ষিত ইউপি সদস্য রৌশন আক্তারকে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়

অভিযোগের বিষয়ে তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ইবনে ভুলু বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা আত্মীয়করণ করা হয়নি প্রতৌক ওয়ার্ডে ত্রাণ কমিটি করা হয়েছে তারাই তাদের লিস্ট অনুযায়ী বিতরণ করছেন ওই কমিটিতে ইউপি সদস্য রৌশন আক্তারও সদস্য

২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ইউপি সদস্যের একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে পিআইওকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তাছাড়া চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য

আরও খবর

Sponsered content

Powered by