চট্টগ্রাম

থানচি কেএনএফ এর পুঁতে রাখা IED বিস্ফোরণে নিহত একজন

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৫:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

আবারো কেএনএফ এর পুতে রাখা IED বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলো পার্বত্য জেলা বান্দরবানে।

মঙ্গলবার ২৩ শে মে সকালে বান্দরবানে সীমান্ত সড়ক নির্মাণ কাজের সময় ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ সশস্ত্র সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মোাঃ রাশেদ(১৮) পিতা-নূরুল হক নামে এক শ্রমিক নিহত এবং অপর জন মোঃ দুলাল(৩৫,পিতা-মহিব উল্লাহ নামে একজন  শ্রমিক আহত  হয়েছেন।

তার উভয়ই চট্টগ্রামের বাঁশখালী,চনুয়া ইউনিয়ন,মদিনা পাড়া,৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।

জানাযায় থানচি ৩৮ বিজিবি কর্তৃক নবনির্মিত টিওবিতে পরিচ্ছন্নতার কাজ করার সময় এই দুর্ঘটনা টি ঘটে এবং ঘটনাস্থলে একজন নিহত হন এবং অপর জন গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ্য টিওবিতে মোঃ নুরুল কবির ঠিকাদারের মাধ্যমে মোট ১৬ জন শ্রমিক পরিছন্নতার কাজটি করছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আহত ব্যাক্তিকে প্রথমে থানচি সদর হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য বিজিবির সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান দুর্ঘটনায় আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।

আরও খবর

Sponsered content

Powered by