আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১ , ৫:৩২:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ইমেরিটাস ডেসমন্ড টুটু মারা গেছেন। আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে বলেছেন, আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যু দেশের একটি প্রজন্মের বিদায়ের শোকের আরেকটি অধ্যায়, যিনি একটি স্বাধীন দক্ষিণ আফ্রিকা দিয়েছেন।

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেন। এ জন্য ১৯৮৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করেন ডেসমন্ড টুটু। লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।

আরও খবর

Sponsered content

Powered by