রংপুর

দিনাজপুর শহরে ১২ হাজার পানিবন্দী মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৭:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ


দিনাজপুর প্রতিনিধি :

পুনর্ভবা নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ক্যানেল ও কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া (হঠাৎ পাড়া) এলাকার পানি নিস্কাশন বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী মানুষ দুর্ভোগ লাঘবে মঙ্গলবার সকালে ওই এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এলাকাবাসী শমসের আলী, মোশারফ হোসেন, ফাতেমা, গোলাপী, লাইলি, বাবুল, রুস্তম, মিঠুন, নুরুসহ ২ শতাধিক পানিবন্দী ভুক্তভোগীর অভিযোগ- এলাকার এক প্রভাবশালী পুনর্ভবা নদী থেকে নিজের জমিতে বালু ভরাট করতে গিয়ে পানি নিস্কাশনের সরকারি ক্যানেল ও কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছে।

একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে পুরো নতুন পাড়া প্লাবিত হয়ে পড়ছে। গত রোববার ও সোমবার ২ দিন ঝিরি ঝিরি বৃষ্টি হওয়ায় প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলবাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় অবস্থার। নানা ধরনের রোগ-বালাই ছড়িয়ে পড়ায় বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হয়ে পড়ে। এ অবস্থায় নিজেদের রক্ষার জন্য শত শত এলাকাবাসী সকাল থেকেই নতুন পাড়া এলাকায় মানবপ্রাচীর গড়ে তোলে। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও শমসের আলী আল্টিমেটাম দেন ২৪ ঘন্টার মধ্যে পানি বন্দী থেকে ১২ হাজার মানুষকে উদ্ধারে ড্রেনেজ ব্যবস্থা না করলে জেলা প্রশাসক, পৌরসভাসহ কঠোর আন্দোলনে করা হবে। এ সময় ভুক্তভোগী লাইলি চিৎকার করে বলেন, মানবিক কারণে আমাদের পানিবন্দী থেকে রক্ষা করুন। আমরা অসহায় হয়ে পড়েছি। বৃদ্ধ ও শিশুদের রক্ষা করা দুস্কর হয়ে পড়েছে। তৎক্ষণাৎ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম অতিদ্রæত সরকারি সম্পত্তি থেকে বালু সরিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য এলাকাবাসীকে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন রশীদ।

নবাবগঞ্জে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

আরও খবর

Sponsered content

Powered by