রাজশাহী

দুঃখের দিনে দূরে থাকতে পারিনা : প্রতিমন্ত্রী পলক

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৭:৩২:২০ প্রিন্ট সংস্করণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দুঃখের দিনে দূরে থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের করোনা ভাইরাস ছাড়াও ঘূর্ণিঝড় এবং বন্যার ভয়াবহ অবস্থার সম্মুখিন হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি আপনাদের সামনে বারবার এসেছি পিছুপা হয়নি। মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনার মধ্যেও ঘরে থাকতে পারছি না। এজন্য ছুটে এসেছি। জনগণের কল্যানে কাজ করছি। আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রান বিতরন কালে প্রতিমন্ত্রী পলক উপরোক্ত কথা গুলো বলেন। তিনি উপজেলার শেরকোল ও চামারীর ইউনিয়নের ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by